Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কথা রাখেনি জিকে গউছ \ চোখের জলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তনু

প্রেস বিজ্ঞপ্তি \ চোখের জলে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা  শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু। গত রবিবার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলমের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এসময় তিনি অশ্র“ ভেজা চোখে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে যান। এব্যাপারে ইসলাম তরফদার তনু বলেন, গত নির্বাচনের পূর্বে দলীয় সিদ্ধান্ত ছিল এ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হবে। গউছও কথা দিয়েছিল আমার পক্ষে কাজ করবে। কিন্তু ক্ষমতার লোভে জি কে গউছ সে কথা রাখেনি। তাই ৫ বছরের ধরে মেয়র পদে নির্বাচন করব বলে পাড়ায়-মহল­ায় কাজ করেছি। ৩০ ডিসেম্বর পৌর নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও আমার জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তিনি আরও বলেন, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন। এদিকে তনুর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে গুলশানের কার্যালয়ে এক বৈঠকে নির্দেশ দেয়া হয় মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য। পরে রাতেই হবিগঞ্জে ফিরেন তিনি। এসময় তিনি অনেকটাই বিমূর্ষ্য ছিলেন। গত রবিবার বিকালে নিরবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।