Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়েরের পরও নবীগঞ্জে সরকারী ভূমিতে নির্ভিঘেœ চলছে চাষাবাদ

স্টাফ রিপোর্টার \ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়েরের পরও নবীগঞ্জ উপজেলার বড় নাজিরপুর মৌজার দাগ নং-১০৭৭ এর প্রায় ১৮ একর সরকারী ভূমিতে চলছে চাষাবাদ কার্যক্রম। সরকারী ভূমিতে নির্ভিঘেœ চাষাবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে খড়িয়া গ্রামের একদল ভূমিদস্যু। উলে­খিত ভূমি পুর্বপুরুষের আমল থেকে পাশ্ববর্তী রমজানপুর গ্রামের লোকজন গোপাট হিসেবে ব্যবহার করে আসছে। যা এস এ পর্চায় শ্রেণী গোপাট থাকলেও বর্তমানে আর এস পর্চায় অজ্ঞাত কারণে ১নং খতিয়ানের সরকারী জমি উলে­খ থাকলেও শ্রেণী ব্যুরো লেখা হয়। স¤প্রতি খড়িয়া গ্রামের এমদাদুল হক, অভিমান্য সরকার, সদানন্দ, নিক্লেশ, গিনাই, ব্রজ, দয়ানন্দন, সুশিল, প্রণ, চন্দ্রজিত, পবিত্র, হিরা লাল, করুণা সরকার গংরা বিশাল ভূমিতে অবৈধভাবে মাটি কেটে ব্যুরো ধান নির্ভিঘেœ রূপন করে যাচ্ছে।
সরকারী এই সম্পত্তি উদ্ধার ও দু’দল গ্রামবাসীর সংঘর্ষ এড়ানোর জন্য জেলা প্রশাসক বরাবরে গত ৮ ডিসেম্বর অভিযোগ দায়ের কর হলেও তার কোন তোয়াক্কা না করে সরকারী জমিতে চলছে চাষাবাদ। এ নিয়ে রমজানপুর ও খড়িয়া গ্রামবাসীর মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় জনগণ। এ ব্যাপারে প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ প্রয়োজন।