Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে এনাম স্মৃতি সংঘের উদ্যোগে চক্ষু শিবির

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে বিনামূল্য চক্ষু শিবিরের তিন দিন ব্যাপী ফি চক্ষু শিবির শেষ হয়েছে। পইল এনাম স্মৃতি সংঘর ও নারায়ণগঞ্জ লায়ন্স ক্লাব অব গ্রেটারের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী এই শিবিরে সহস্রাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ, চশমা প্রদান, শিশুদের দৃষ্টি শক্তি পরীক্ষা, ডায়াবেটিস রোগ নির্ণয় ও ব্লাড পেশার পরিমাপের সেবা প্রদান করা হয়। শেষ দুই দিনে পইল স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত অস্থায়ী অপারেশন থিয়েটারে বাছাইকৃত ৮০ জন রোগীর চোখে সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা হয়। অপারেশন পরিচালনা করেন পইল গ্রামের কৃতি সন্তান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের সভাপতি, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক, চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ হামেদুল হক। এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফ চক্ষু শিবির সফল করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।