Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ হাজার টাকা বায়না নিয়েও ওয়াজ মাহফিলে আসেননি মাওঃ আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার \ ১০ হাজার টাকা বায়না নিয়েও হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে ওয়াজ মাহফিলে আসেননি প্রধান বক্তা মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। এতে ওয়াজ মাহফিলের ওয়াজ শোনতে আসা হাজার হাজার শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মানুষের রোষানলে পড়েন মাহফিল আয়োজক কমিটি।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ধল তেমনিয়া সংলগ্ন ময়দানে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এক ত্বরীকত সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রধান বক্তা করা হয় আলহাজ্ব মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরীকে। তার নাম সম্বলিক পোষ্টারও হবিগঞ্জের বিভিন্ন স্থানে লাগানো হয়। ফলে সম্মেলনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শোনতে আসেন। সম্মেলনের দিন রাতে মাওলানা আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে আছেন, রাত ১২টার মধ্যেই তিনি সম্মেলনে উপস্থিত হবেন। কিন্তু যথাসময়ে না আসায় তাকে আনতে গাড়ী নিয়ে ডাঃ খালেক ও আশরাফ উদ্দিনসহ কয়েকজন তেলিয়াপাড়া যান। এক পর্যায়ে মাওলানা আবু সুফিয়ান তাদের সাথে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় আবু সুফিয়ানেবর গাড়ীতে উঠেন ডাঃ খালেক ও আশরাফ উদ্দিন। কিন্তু জগদীশপুর এসে গাড়ীতে গ্যাস নেয়ার কথা বলে মাধবপুরের দিকে রওয়ানা হন। পরে মাধবপুরের অদুরে তাদের নামিয়ে মাওলানা আবু সুফিয়ান পালিয়ে যান। সম্মেলনে এসে এ ঘটনা ডাঃ খালেক ও আশরাফ উদ্দিন জানালে আয়োজক কমিটির বিরুদ্ধে ওয়াজ শোনতে আসা লোকজন বিরূপ মন্তব্য করেন। হাজার হাজার মানুষ হতাশ হয়ে বাড়ীতে ফিরে যান।