Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের ব্যাপক গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী করতে পৌরবাসীর প্রতি আহŸান জানিয়েছেন সিডিসি’র নেতৃবৃন্দ। গতকাল শ্মশানঘাট সড়কে সিডিসি রিসোর্স সেন্টারে মোঃ আরব আলীর সভাপতিত্বে এবং মোঃ আলা উদ্দিন এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, মুকুল আচার্যী, শরিফ উল­াহ, শ্রীমতি সরকার, শান্তি রানী সরকার, মোঃ সুরত আলী, মোঃ কামাল আহমেদ, মনীষ আচার্য, রনজিৎ, মোঃ নুরুল আমিন, হাজী লুৎফুর রহমান নানু, বিপ্লব রায় চৌধুরী প্রমুখ। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়া সিডিসি গঠনে ভুমিকা রেখেছিলেন উলে­খ করে তিনি বলেন হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে নারীদের আর্থ সামাজিক নিরাপত্তা বিধানে নির্বাচিত হলে তিনি উদ্যোগ গ্রহন করবেন। পরে আগামী ১৫ ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচী সফল করার লক্ষ্যে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা শহরের নাতিরাবাদ এলাকায় খেলার মাটে অনুষ্টিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ছাদ উদ্দিনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মইন উদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল আচার্যী, মোঃ আরব আলী, পিপি এম আকবর হোসেন জিতু, মশিউর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী  লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, ক্রীড়া সংস্থার সেক্রেটারী ফরহাদ হোসনে কলি, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, রফিকুল ইসলাম, সেলিম মিয়া, হাজী মোঃ তৈয়ব আলী, সুধীর সুত্রধর, আব্দুল খালেক, আমিরুল ইসলাম রফিক, হাজী মোঃ রমিজ মিয়া, কায়েস চৌধুরী, আফরোজ মিয়া প্রমুখ। বক্তারা বিজয় দিবসের কর্মসুচি সফল করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী আতাউর রহমান সেলিমকে মেয়র পদে বিজয়ী করার আহŸান জানান।