Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কৃতজ্ঞতা প্রকাশ

আমি দলীয় নেতাকর্মীসহ হবিগঞ্জ পৌরবাসীর অনুরোধ ও আহŸানে সাড়া দিয়ে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করে প্রচার প্রচারণাও চালিয়েছিলাম। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ঢাকার গুলশান কার্যালয়ে দেখা করতে বলেন। নবীগঞ্জ-বাহুবলের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও বিএনপি কেন্দ্রীয় নেতা ডাঃ সাখাওয়াত হাসান জীবন আমাকে মোবাইল ফোনে ঢাকায় গিয়ে নেত্রীর সাথে দেখা করতে অনুরোধ করেন। পরে আমি তাদের ডাকে সাড়া দিয়ে আলহাজ্ব শেখ সুজাতের সাথে ঢাকায় নেত্রীর অফিসে যাই। নেত্রী আমাকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি শাম্মী আক্তার শিপাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র প্রত্যাহারসহ হবিগঞ্জের রাজনৈতিক বিষয় নিয়ে পর্যালোচনা ও সাংগঠনিক খোঁজ-খবর নেন। এছাড়া তিনি আমাকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন। নেত্রীর নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দলীয় নেতাকর্মী ও সম্মানিত পৌরবাসী যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আমার প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেছি। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আমৃত্যু পাশে থাকব এ অঙ্গীকার করছি।
এম ইসলাম তরফদার তনু
যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপি
সভাপতি, জেলা শ্রমিক দল, হবিগঞ্জ।