Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দিলি­তে টয়লেটে বসছে এটিএম!

এক্সপ্রেস ডেস্ক \ আর্থিক সংকট ও বাড়তে থাকা ঘাটতির বোঝা কমাতে ‘ব্যতিক্রম’ উদ্যোগ নিয়েছে উত্তর দিলি­ মিউনিসিপাল কর্পোরেশন (এনডিএমসি)। এ লক্ষ্যে টয়লেটে এটিএম মেশিন স্থাপন করা হবে, যা থেকে বাড়তি মুনাফার পথ তৈরি হবে। উত্তর দিলি­র মেয়র রভিন্দ্র যাদব বলেন, টয়লেটে এটিএম মেশিন স্থাপনের বিষয়ে এনডিএমসি বিধান তৈরি করবে। পাশাপাশি এগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্যও নীতিমালা তৈরি হবে।
স্কিমের আওতায় এনডিএমসি উত্তর মিউনিসিপাল এলাকায় ১৫০টি নতুন টয়লেট নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করবে। যার কাজ আগামী চার মাসে শেষ হবে।
এটিএম’র জন্য পর্যাপ্ত জায়গা রেখে এর নকশা তৈরি করতে মিউনিসিপাল কর্মকর্তাদের বলা হয়েছে। জনগণ যেনো এ এটিএম থেকে সঠিক সেবা পান এবং এখান থেকে মুনাফা অর্জিত হয় সে বিষয়ে করপোরেশন যথাযথ পদক্ষেপ নেবে। এখান থেকে অর্জিত অর্থ টয়লেটের মানোন্নয়নে ব্যবহার করা হবে বলেও উলে­খ করেন মেয়র।