Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফিরোজ মিয়ার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়ার দাফন গতকাল সম্পন্ন হয়েছে। চুনারুঘাটের মুরারবন্দ মাজার শরীফস্থ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার বেলা ২ ঘটিকায় রিচি শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে আত্মীয় স্বজন সহ বিভিন্ন গ্রাম ও শহর থেকে কয়েক হাজার মুসল­ী অংশগ্রহণ করেন। জানাযা নামাজের পূর্বে মরহুম আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহছান উল­াহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বার পঞ্চায়েতের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, রিচি গ্রাম সর্দার আলহাজ্ব মোঃ আরব আলী, লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস, রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া প্রমুখ।
এ সময় পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রইছ মিয়া জানাযায় অংশগ্রহণকারী মুসল­ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুমের পক্ষ থেকে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।
উলে­খ্য, রিচি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া গত মঙ্গলবার রাত ১টার দিকে বার্ধক্য জনিত কারনে রিচি গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ১১০ বছর।
মরহুম আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রইছ মিয়ার বড় ভাই, হবিগঞ্জের বিশিষ্ঠ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ নজরুল ইসলাম ও বিশিষ্ট ব্যাংকার ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলামের পিতা, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের চাচা এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলামের দাদা।
এদিকে বিশিষ্ট ব্যাংকার ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলামের পিতা আলহাজ্ব ফিরোজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর দিকে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া স্মরণে বার পঞ্চায়েত ও রিচি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর এক শোক সভার আয়োজন করা হয়েছে। রিচি শাহী ঈদ গা ময়দানে আয়োজিত শোক সভায় অংশগ্রহণ করার জন্য বার পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আক্রম আলী ও রিচি গ্রাম পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।