Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী ভূমি রক্ষার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার বড় নাজিরপুর মৌজার দাগ নং-১০৭৭ এর প্রায় ১৮ একর সরকারী ভূমি দখল করে নিচ্ছে পাশ্ববর্তী খড়িয়া গ্রামের একদল ভূমিদস্যু।
এ ব্যাপারে ভূমির পাশ্ববর্তী রমজানপুর গ্রামবাসীর পক্ষে ভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবরে গত ৮ ডিসেম্বর অভিযোগ করেন মিরা সরকার নামে এক ব্যক্তি।
অভিযোগে জানা যায়, উলে­খিত ভূমি পুর্বপুরুষের আমল থেকে পাশ্ববর্তী রমজানপুর গ্রামের লোকজন গোপাট হিসেবে ব্যবহার করে আসছে। যা এস এ পর্চায় শ্রেণী গোপাট থাকলেও বর্তমানে আর এস পর্চায় অজ্ঞাত কারণে ১নং খতিয়ানের সরকারী জমি উলে­খ থাকলেও শ্রেণী ব্যুরো লেখা হয়। স¤প্রতি রমজানপুর গ্রামের এমদাদুল হক, অভিমান্য সরকার, সদানন্দ, নিক্লেশ, গিনাই, ব্রজ, দয়ানন্দন, সুশিল, প্রণ, চন্দ্রজিত, পবিত্র, হিরা লাল, করুণা সরকার গংরা অবৈধভাবে মাটি কেটে ব্যুরো ধান রূপনের প্রস্তুতি সম্পন্ন করে। এ সময় রমজানপুর গ্রামের লোকজন বাধা দিলে দু’গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগে সরকারী এই সম্পত্তি উদ্ধার ও দু’দল গ্রামবাসীর সংঘর্ষ এড়ানোর জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।