Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঞ্চল্যকর সিক্স মার্ডার: এক প্রত্যক্ষদর্শীসহ দারোয়ানকে খুঁজছে পুলিশ

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীর গোপীবাগের চাঞ্চল্যকর ৬ হত্যাকাণ্ডের ঘটনায় এক প্রত্যক্ষদর্শী আনোয়ার মিস্ত্রী ও ভবনের দারোয়ান সাইফুলকে খুঁজছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে ৮ জন অংশগ্রহণ করেছিল বলে নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। গত শনিবার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই সাইফুল ও আনোয়ার মিস্ত্রী পলাতক রয়েছেন। তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার তিনদিন পার হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল সরেজমিনে গোপীবাগের ৬৪/৬ নম্বরস্থ ৪র্থ তলা বিশিষ্ট আয়না ভবনের ২য় তলায় গিয়ে কথা হয় নিহত লুৎফরের স্ত্রী সালমার সঙ্গে। তিনি জানান, শনিবার সন্ধ্যায় তাদের বাসায় অন্য ভক্তদের মাঝে নিহত আধ্যাত্মিক নেতা লুৎফর রহমানের খাদেম মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জুর ভায়রা আনোয়ার মিস্ত্রিও ছিলেন। পরিবারের অন্য সবার সঙ্গে দুর্বৃত্তরা আনোয়ারকেও হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দিয়েছিল। হত্যাকাণ্ড সংঘটিত করে খুনিরা পালিয়ে যাওয়ার পর পরই ওই বাসা থেকে রহস্যজনকভাবে উধাঁও হয়ে গেছেন আনোয়ার মিস্ত্রিও। এছাড়া নিহত লুৎফরের ছোট ছেলে আব্দুল্লাহ আল ফারুক কর্তৃক দায়েরকৃত মামলা এজাহরেও ঘটনার সময় হাত-পা ও মুখে স্কচটেপ লাগিয়ে আনোয়ার মিস্ত্রিকে বাসার ড্রয়িং রুমে ফেলে রাখে বলে উল্লেখ রয়েছে। এছাড়া আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার পর গিয়ে বাসার সবাইকে উদ্ধার করলেও আনোয়ার মিস্ত্রিকে পায়নি। সালমা আরো জানান, সম্প্রতি গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে আনোয়ার মিস্ত্রি ঢাকায় এসেছিলেন। আনোয়ারের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ সদরে। বাড়ির দারোয়ান সাইফুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, সাইফুলও তাদের বিষয়ে বিভিন্ন মানুষের কাছে অপপ্রচারে লিপ্ত ছিলেন। সাইফুলকে আটক করতে পারলে খুনিদের বিষয়ে জানা যাবে বলে মনে করেন তিনি। তবে শনিবার ঘটনার পর সাইফুল সাংবাদিকদের জানিয়েছিলেন, বিকাল ৩টার দিকে তিনি তৃতীয় তলার ভাড়া নিয়ে মহাখালীর ডিওএইচএসে অবস্থিত বাড়ির মালিকের বাসায় যান। রাতে তিনি সেখান থেকেই বাসায় ৬ জনের খুন হওয়ার কথা জানতে পারেন। সাইফুল বলেছিলেন, ফারুককে তিনি পীর বলে জানতেন। এ জন্য মাঝেমধ্যেই বাসায় মুরিদরা যাতায়াত করত। বিষয়টি তিনি বাড়ির মালিককেও জানিয়েছিলেন। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি জাহাঙ্গীর আলম মাতব্বর সাংবাদিকেদর জানান, আনোয়ারের বিষয়টি কিছুটা রহস্যজনক। একই সঙ্গে সাইফুলকেও খোঁজা হ”েছ। তবে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের মোটিভ বের করাসহ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হলেও হত্যাকাণ্ডে ৮ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে পুলিশ এ তথ্য জানতে পেরেছে। এই হত্যাকাণ্ডের মোটিভ এখনো পাওয়া যায়নি।  তবে সম্ভাব্য কয়েকটি ‘ধারণা’ সামনে রেখে গোয়েন্দাদের তিনটি দল চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। পুলিশের ধারণা, ধর্মীয় আদর্শগত বিরোধ অথবা পুরনো শত্র“তা থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। অবশ্য পরিবারের সদস্যদের ধারণা, এটা জঙ্গিবাদি এবং উগ্রপন্থিদের কাজ। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার দিকে গোপীবাগের আর কে মিশন রোডের ৬৪/৬ নম্বরস্থ ‘আয়না মঞ্জিল’ ৪র্থ তলা ভবনের ২য় তলা থেকে ইমাম মাহাদী পরিচয় দানকারী লুৎফর রহমান ও তার ছেলেসহ ৬ জনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। আইন-শৃংখলা বাহিনী হত্যাকান্ডের ধরণ দেখে ধারণা করছে কোন উগ্র মৌলবাদি সংগঠন এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহতরা হলেন- লুৎফর রহমান ফারুক (৬০), তার ছেলে তার বড় ছেলে সানোয়ারুল ইসলাম মনির (৩০) ও মঞ্জু (৩০)। মনির সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া অপর তিন সদস্য হলেন রাসেল (৩৭), মজিবুর রহমান (৩২) ও শাহিন (২৪)। এরা পীরের মুরিদ ছিলেন।