Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের খড়িয়া গ্রামে মামলার বাদীর ছেলেকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের পতিত জমি দখলের অভিযোগে মামলা দায়ের করায় বাদীর ছেলেকে বেদড়ক পিটিয়ে আহত করেছে আসামীপক্ষের লোকজন। এ ব্যাপারে ওই গ্রামের রনজিত সরকার বাদী হয়ে পার্শ্ববর্তী রমজানপুর গ্রামের ৯জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর করার জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হলেন-রামজানপুর গ্রামের বিভীষন সরকার, নিধু সরকার, লালমোহন সরকার, রিপন মোহন সরকার, ক্ষিতিশ সরকার, জ্যোতিষ সরকার, যুগল সরকার, মীরা সরকার ও লক্ষীকান্ত সরকার। মামলার বিবরণে জানা যায়, খড়িয়া গ্রামবাসীর মালিকানাধীন একটি পতিত জমি দখল করার জন্য উলে­খিত আসামীরা দখলের পায়তারা করে। এ ব্যাপারে রনজিত সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা রনজিত সরকার ও তার পরিবারসহ আত্মীয়স্বজনকে প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ৩ডিসেম্বর রনজিত সরকারের ছেলে সুরঞ্জিত সরকার দুপুরের দিকে হাওরে খাবার নিয়ে যায়। পথিমধ্যে পূূর্ব থেকে ওৎ পেতে থাকা উলে­খিত আসামীরা সুরঞ্জিত সরকারের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরঞ্জিত সরকারের সাথে থাকা রামকৃষ্ণের উপরও হামলা চালায়। এতে সুরঞ্জিত ও রামকৃষ্ণ আহত হয়। পরে তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আরো হামলার আশঙ্কা করছেন বাদী রনজিত সরকার।