Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ৩ কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর পৌরসভায় ২ কাউন্সিলর ও ১ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটানিং অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে বিভিন্ন অভিযোগ ও অসংগতির কারনে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে বাতিলকৃত প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে ঋন খেলাপী ও হলফনামায় ঋনের তথ্য গোপন করায় ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এমদাদুর রহমানের মনোনয়ন পত্র এবং হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া দাখিলকৃত মনোনয়ন পত্রে নির্বাচনী আয়ের উৎস এবং ব্যয়ের বিবরণী সংক্রান্ত ঢ-ফরম জমা না দেয়ায় সংরক্ষিত আসন-১ এর মোছাঃ দিলোয়ারা আক্তার হেনা বেগমের মনোনয়ন পত্র বাতিল করা হয়। উলে­খ্য পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৩১ জন প্রার্থী এবং সংরক্ষিত ৩টি আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রিটানিং অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।