Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাস্টার ফাউন্ডেশন বৃত্তি প্রদান উপলক্ষে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জে মাস্টার ফাউন্ডেশনের বৃত্তি ২০১৫ প্রদান উপলক্ষে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুর্শি ইউনিয়নের এনাতাবাদ মাস্টার বাড়িস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কে,জি স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দকে নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও সমন্বয়ক সোহেল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ  বক্তব্য রাখেন। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার লক্ষ্যে গঠিত মাস্টার ফাউন্ডেশন গত বছরের ন্যায়  এ বছরও  ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মাস্টার ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থী নির্বাচন করবে। এছাড়াও ইউনিয়নের সর্বস্তরে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে মেধা কোটার বাইরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রদেরকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। তিনি আরো বলেন, এ বছর থেকে ইউনিয়ন ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাকেও সম্মাননা প্রদান করা হবে। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অব: শিক্ষক আব্দুল মালিক চৌধুরী, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র গোপ, আব্দুল আউয়াল, আব্দুল হামিদ, মাও: আলতাফ উদ্দিন, শিক্ষক নেতা মো: আব্দুল মজিদ, গৌর চন্দ্র রায়, নান্টু লাল দাশ, মীরা রানী দাশ, ঊষা রানী দাশ, সুমিত্রা সেন, মাও: সাইদুর রহমান, কাজী মুহিবুর রহমান, লুৎফুর রহমান, আব্দুল মমিন চৌধুরী প্রমুখ।
উলে­খ্য এ বছর থেকে মাস্টার ফাউন্ডেশন কুর্শি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকেও বৃত্তি প্রদানের আওতাভুক্ত করেছে।