Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগর আগলাবাড়ীর মুরুব্বী ও যুবসমাজের সাথে মতবিনিময় সভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেলিম \ নির্বাচিত হতে পারলে উমেদনগর এলাকার উন্নয়নের দায়িত্ব আমার

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে আত্মীয় দাবী করে উমেদনগর আলগাবাড়ী দক্ষিণ এলাকার মুরুব্বী ও যুবসমাজ তাকে মেয়র নির্বাচিত করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত উমেদনগরের ভাগ্য পরিবর্তন সম্ভব। গতকাল স্থানীয় মুরুব্বী হাজী সামছুল হোসেনের সভাপতিত্বে ও মোঃ ঋতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শরীফ উল­াহ, মুকুল আচার্যী, হবিগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এম এ রহমান আফজল, ফরিদ উদ্দিন আহমেদ, হাজী লুৎফুর রহমান, মোঃ আব্দুর রহিম, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল আহসান, সাধারন সম্পাদক এহিয়া চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, মোঃ আদম আলী, মোঃ নিমরাজ মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, এমদাদুর রহমান নানু, আব্দুল হান্নান, মোঃ তৌহিদুল ইসলাম, হাজী মুহিত মিয়া, মোঃ বজলুর রহমান, প্রভাষক লুৎফুর রহমান, মোঃ লিলু মিয়া, মোঃ সেলিম আহমেদ, আব্দুস সালাম, মনসুর আলী, আবু সুফিয়ান, আলাই চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উমেদনগর হবিগঞ্জের শিল্প এলাকা। অথচ শিল্পের অপরিহার্য জ্বালানী গ্যাস না থাকায় এখানে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। বাসাবাড়ীতে রান্নার গ্যাস না থাকায় পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। তিনি বলেন আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে যদি পৌরবাসীর ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় গ্যাস সংক্রান্ত সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।