Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিজয় দিবস উপলক্ষে সর্ববৃহৎ বিজয় র‌্যালি করবে জেলা আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে মহান বিজয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ বিজয় র‌্যালি করবে জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় এ আশাবাদ ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আগামী ১৫ ডিসেম্বর বেলা ২টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ময়দান থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। র‌্যালি এবং বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে।
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, মোঃ আরব আলী, এডঃ আবুল ফজল, আলমগীর চৌধুরী ও মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, জেলা মহিলা শ্রমিক লীগ সভানেত্রী রেবা চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগ নেতা সুজিত বণিক, ইউনুছ মিয়া, আব্দুল কদ্দুছ, রফিকুল ইসলাম, পিন্ট দাশ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আবুল কাশেম রুবেল, মোঃ আবু হোসেন জনি, মনিরুল আলম বাছির, হাবিবুর রহমান খান, মহসীন খান, মোঃ কুতুবুল আলম, মোঃ আব্দুল মান্নান জিহাদ, ডাঃ মইনুল হাসান চৌধুরী সুজিত, জাকির হোসেন সেলিম, শাহ্ জয়নাল আবেদীন রাসেল, হাজী আব্দুল হেকিম, এডভোকেট শামীম প্রমুখ।
সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন- আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।