Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সেলিম মেয়র প্রার্থী মনোনীত হওয়ায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি \ আগামী ৩০ শে ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসাবে আতাউর রহমান সেলিমকে মনোনীত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ জেলা আওয়ামীলীগ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হবিগঞ্জের পৌরসভার মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে। শহরের কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে দীর্ঘ ত্রিশ বছরেরও বেশী সময় ধরে কাজ করে আসছি। শত অত্যাচার নির্যাতনেও দলের নেতৃত্বের প্রতি বিশ্বস্থ থেকেছি, ধৈর্য্য ধরেছি, পরিশ্রম করেছি। আজ সেইসব কাজের মূল্যায়নে দল আমাকে হবিগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মনোনীত করেছে। তিনি প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তাকে সবসময় সমর্থন ও সহযোগিতা করার জন্য হবিগঞ্জ শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী নির্বাচনেও তার পাশে থেকে সহযোগিতা দোয়া ও ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করার আহŸান জানান। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পৌরবাসীর শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। যুবলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আরো যেসব মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয় সেগুলো হলো চৌধুরী বাজার জামে মসজিদ, বানিজ্যিক এলাকার সওদাগর জামে মসজিদ, শায়েস্তানগর জামে মসজিদ, শায়েস্তানগর টাউন মসজিদ, মাহমুদাবাদ জামে মসজিদ, মাছুলিয়া জামে মসজিদ, মাছুলিয়া গোদারাঘাট জামে মসজিদ, সিনেমাহল বাজার মসজিদ, কোর্ট ষ্টেশন জামে মসজিদ, উমেদনগর তাওক্কালিয়া জামে মসজিদ, উমেদনগর শাহজালাল জামে মসজিদ, মোহনপুর জামে মসজিদ, অনন্তপুর জামে মসজিদ, ইনাতাবাদ জামে মসজিদ, উত্তর শ্যামলী জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, রাজনগর জামে মসজিদ, রাজনগর কবরস্থান মসজিদ, আনোয়ার পুর জামে মসজিদ, কামড়াপুর জামে মসজিদ, টাউন মসজিদ। এ সময় জেলা ও পৌর যুবলীগসহ শতশত সাধারন মানুষ এসব মিলাদ মাহফিলে অংশ নেন।