Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাপ্রভু আখড়া এলাকায় মতবিনিময় সভায় মেয়র প্রার্থী সেলিম \ জনমুখী পৌরসভা গড়তে পৌরবাসীর সমর্থন চাই

প্রেস বিজ্ঞপ্তি \ শহরের ব্যস্ততম বানিজ্যিক এলাকা মহাপ্রভু আখড়ার একাংশে মুরুব্বী ও যুবসমাজের সাথে এক মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির যখন হবিগঞ্জে আধুনিক ষ্টেডিয়াম, বলভদ্র নদীর উপর ব্রীজ নির্মান করে আঞ্চলিক মহাসড়ক প্রকল্পসহ বিশাল বিশাল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন তখন হবিগঞ্জ পৌরসভার নেতৃত্বে বিরোধীদলের লোক থাকায় এবং তিনি অসহযোগিতা করায় হবিগঞ্জ পৌরসভার মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে আমাকে সমর্থন দিন, ইনশাআল­াহ এ সরকারের অবশিষ্ট মেয়াদকালের মধ্যেই একটি জলাবদ্ধতা মুক্ত জনমুখী ও সেবাধর্মী পৌরসভা গড়ে সকল নাগরিক সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করা হবে। স্থানীয় বিশিষ্ট মুরুব্বী হাজী কফিল উদ্দিন ফুল মিয়া’র সভাপতিত্বে এবং অ্যাডঃ মহিউদ্দিন সোহেলের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রাধিকা রঞ্জন রায়, লুৎফর রহমান তাহির, অরবিন্দু চক্রবর্তী, চন্দন সিংহ, উজ্জল দেবনাথ, রিজু মোয়াজ্জেম, হুমায়ুন, বিপ্লব মিয়া, বিভু দাস, মহিবুল দাস, মিহির দাস, জামান খান শুভ, আওয়াল মিয়া। বক্তারা এসময় আতাউর রহমান সেলিমের প্রতি সমর্থন ব্যক্ত করে। এসময় জেলা ও পৌর যুবলীগ সহ আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।