Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনিয়ন পরিষদ কার্যকর ও গতিশীলকরণে কর্মশালা

স্টাফ রিপোর্টার \ জেলা পরিষদ কার্যকর ও গতিশীলকরণে জেলা অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক সাবিনা আলম। তিনি বলেন, স্থানীয় সরকার গতিশীল ও শক্তিশালী হলে জনপ্রতিনিধিদের জবাবদিহীতা এবং দায়িত্ববোধ বাড়বে। তারা জনগণের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারবেন। ফলে জনগণ এর সুফল পাবেন। জীবনযাত্রার মান বাড়বে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ অধ্যক্ষ অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এ ছাড়াও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মাহবুবুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান অ্যাডঃ জাবেদ আলী, পুটিজুরী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী, ইউপি সদস্য রাহেলা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন, ব্র্যাক প্রতিনিধি ফিরুজ ভূইয়া। কর্মশালার উদ্দেশ্য ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে এসএলজি প্রজেক্টেও কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক-পিএইচপি, এসএলজি প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী তুহীন আলম।