Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজিউড়ায় স্কুল ছাত্র লায়েছ হত্যা মামলার প্রধান আসামি আটক

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের চাঞ্চল্যকর স্কুলছাত্র লায়েছ চৌধুরী (১৩) হত্যা মামলার প্রধান আসামি রিপন মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের সারাজ মিয়ার পুত্র। গতকাল বুধবার ভোরে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজী, আব্দুলাহ জাহিদ ও মনির হোসেন, এ এস আই নুরে-আলমসহ একদল পুলিশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিন এলাকার শাহ্ মঞ্জুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে ওই মাদ্রাসায় তার মূল নাম পরিচয় গোপন করে বাড়ি বাহুবল বলে শামীম নামে বাবুর্চির চাকুরী নেয়। মোবাইলের ট্র্যাকিংয়ের সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। উলে­খ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যায় ওই গ্রামের প্রবাসী নয়ন চৌধুরীর পুত্র উচাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র লায়েছকে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিপন ও তার সহযোগীরা হত্যা করে পালিয়ে যায়। ওইদিন সকালে লায়েছের বাবা নয়ন চৌধুরী আবুধাবি থেকে দেশে ফেরেন। এ ঘটনায় ঘাতক রিপন মিয়ার ভাবী পারভীন আক্তারকে আটক করে পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে। এ ব্যাপারে নিহত ছাত্রের মা জেসমিন চৌধুরী বাদী হয়ে রিপনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে রিপনকে নিয়ে দিনভর পুলিশ বিভিন্ন স্থানে অন্য আসামীদের ধরতে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।