Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ চেয়ারম্যান বেলালকে হত্যার হুমকি \ থানায় জিডি

প্রেস বিজ্ঞপ্তি \ মাধবপুর উপজলোর ২নং চৌমুহনী ইউপির চেয়ারম্যান প্রার্থী চুন্নু মিয়ার বিরুদ্ধে জিডি দায়ের করেছেন দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসনে বেলাল। মাধবপুর থানা জিডি নং-৬৪। জিডি সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সন্ধ্যা প্রায় ৭ টার দিকে স্থানীয় কাশিমনগর বাজারে বিবাদী চুন্নু মিয়ার কাছে পাওনা ১০ হাজার টাকা চাইলে টাকা না দিয়ে উল্টো খারাপ আচরন করে। পরে বেলাল তার মেয়ে ঝিনুককে সঙ্গে নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিলে সমজদিপুর মমিন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশের ব্রীজের নিকট পৌছুলে বিবাদী চুন্নু মিয়া ও তার পুত্র মবিন মিয়া দা, লাঠি দিয়ে মারার জন্য উদ্যত হয়। পরে তার শোর চিৎকারে এলাকার কয়েকজন এগিয়ে আসলে বিবাদীগণ পরবর্তীতে তাকে হত্যা ও তার মেয়ে ঝিনুককে অপহরণের হুমকি দিয়ে চলে যায়।সভার সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) দিনগত রাতে সরকারি ভবনগুলোতে ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সা.)’র জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি নেওয়া হবে।