Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সাওতুল হেরা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচংয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রথম আবাসিক মহিলা  মাদ্রাসা ‘বানিয়াচং সাওতুল হেরা মহিলা মাদ্রাসা’ নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে। গত মঙ্গলবার এ মাদ্রাসার শিক্ষাভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সদরের খাকশ্রী মিনাট গ্রামে বিকাল ৩ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াদুদ। নব প্রতিষ্টিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুফতি মুশাহিদ আহমদ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শায়খুল হাদীস আল­ামা তাফাজ্জুল হক। এতে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আলহাজ্ব মাওলানা আব্দুল বাছিত আজাদ, আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম, মাওলানা কাজী আতাউর রহমান, মাওলানা শায়খ মুখলিছুর রহমান, মাওলানা বশির আহমদ, মাওলানা শায়খ গোলাম কাদির, আলহাজ্ব আব্দুর রশিদ, মোঃ লোকমান মিয়া, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, হাফেজ লুৎফুর রহমান, মাওলানা সুফী আহমদ, মাওলানা রওশন ইজদানী, মেম্বার হাফিজ মিয়া, জাকির হোসেন খান মধু মিয়া, মাওলানা ডাঃ মাহবুবুর রহমান ও মাওলানা সাদিক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলে­খ্য, খাকশ্রী মোল­াবাড়ী নিবাসী সৌদি প্রবাসী আলহাজ্ব মুফতি মুশাহিদ আহমদ’র একান্ত প্রচেষ্টায় দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানগণের সহযোগীতায় ৩লা বিশিষ্ট এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্টিত হতে যাচ্ছে। এ মাদ্রাসায় মহিলাদের শিক্ষার পাশাপাশি ছোট শিশুদের নূরানী ও হিফজ বিভাগের শিক্ষা ব্যবস্থাও চালু রাখা হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান।