Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যে কোন মূল্যে সমাবেশ করতে আল্লামা শফীর নির্দেশ

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ২৪ ডিসেম্বর যে কোন মূল্যে সমাবেশ সফল করার নির্দেশ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ হেফাজতে ইসলামী কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে বলেও অভিযোগ করেন হেফাজতে ইসলামের ঢাকার প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াসেল। তিনি  বলেন, ১৩ দফা বাস্তবায়ন, ৫ ফেব্র“য়ারির হত্যাকান্ডের বিচার ও দেশের বর্তমান পরিস্থিতির জন্য তারা এই সমাবেশের ডাক দিয়েছেন। তিনি বলেন, সরকারকে হেফাজতে ইসলামের ১৩ দফা দেয়ার পর মেয়াদের শেষ সময়েও তা বাস্তবায়নের কোন আশ্বাস পাওয়া যায় নি। এছাড়া ৫ ফেব্র“য়ারি মতিঝিলে যে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল তারও কোন বিচার করা হয় নি। সেদিন যেসব আলেমে দ্বীনকে হত্যা করা হয়েছে তার একটি তালিকা হেফাজতে ইসলামের হাতে আছে বলেও দাবি করেন তিনি। মাওলানা ওয়াসেল বলেন, সরকার যদি নিরপেক্ষ ও আন্তরিক হতো তাহলে সে রাতে কি ঘটেছিল তার একটি নিরপেক্ষ তদন্ত করত। কিন্তু বাস্তবে দেখা গেছে সরকার দলীয় লোকেরা ৫ তারিখের পর হেফাজত কর্মীদের নানাভাবে হয়রানি করে চলেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিক আবেদন করেও কোন লাভ হয় নি। তাই নিরুপায় হয়েই দাবি আদায়ের জন্য শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছেন আল্লামা শফী। বর্তমানে দেশে নির্বাচনের নামে যে প্রহসন চলছে তা গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না বলে মনে করেন আল্লামা শফী। মাওলানা ওয়াসেল বলেন, ২৪ তারিখের সমাবেশে আল্লামা শফী উপস্থিত থেকে দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন। গণতান্ত্রিক দেশে যে কোনো নাগরিক সভা সমাবেশ করতে পারে। তাই ২৪ ডিসেম্বর তাদের সমাবেশে বাধা দেয়া হবে না বলে  মনে করেন আল্লামা শফী। এদিকে হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, হেফাজত সমাবেশের নামে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করতে চায়। পুলিশ হেফাজতকে সমাবেশ করতে না দিলেও তারা চেষ্টা করবে বলে মন্তব্য করেন তিনি। এজন্য তিনি দেশবাসিকে সজাগ থাকার আহবান জানান আইনপ্রতিমন্ত্রী।