Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাঢ়িশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরিক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আবুল কাসেম, লাখাই থেকে \ লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরিক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, অত্র বিদ্যালয়ের যোগদানের পর থেকে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম দুর্নিতিতে জড়িয়ে পরেন। অভিযোগে জানা যায়, গত বছরে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়ে ৭২জন ছাত্র ছাত্রী ফেল করে। এদিকে ফরম পূরনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মোঃ রেজাউল করিম বোর্ড কর্তৃক নির্ধারিত ফি না নিয়ে মনগড়া ভাবে ২ হাজার ৫’শ টাকা থেকে ৩ হাজার টাকা ছাত্র ছাত্রীদের কাছ থেকে আদায় করে নেন। এছাড়াও নতুন পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বর্হিভূত ভাবে ৩ হাজার ৪’শ টাকা আদায় করে নেন তিনি। ছাত্র ছাত্রী অনেকটা বাধ্য হয়ে ওই টাকা দিয়ে ফরম পূরণ করে। এ ব্যাপারে ওই বিদ্যালযের ম্যানেজিং কমিঠির সাবেক সদস্য ও করাব গ্রামের  প্রাক্তন মেম্বার মহিবুর রহমান গত ৩০ নভেম্বর লাখাই উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মোবাশে^র হাসানের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।