Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্বর্ণকারীগর মনোরঞ্জনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩ ভাই বিরুদ্ধে স্ত্রীর মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকার শিল্পী শিল্পালয়ের কারিগর মৃত মনোরঞ্জন সরকারে স্ত্রী অমৃত মলিক বাদী হয়ে সুরঞ্জন সরকার ও তার দুই ভাইকে আসামী করে মামলা দায়ের করেছেন। এদিকে আটক সুরঞ্জন সরকারকে গতকাল শুক্রবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীরা হল শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র সুব্রত সরকার ও স্বর্ণ কারিগর সমীরণ সরকার। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় ওই প্রাণেশ বণিকের মালিকানাধিন শিল্পী শিল্পালয় থেকে মনোরঞ্জনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাত ও পকেট থেকে দুটি চিঠি উদ্ধার করা হয়। এতে লেখা ছিল মালিকের কাছে তার কোন পাওনা নেই, গহনা ঠিকঠাক রয়েছে এবং সিন্ধুকে রেখেছি। অপর চিঠিতে লেখা ছিল তার মৃত্যুর পর তার স্ত্রী অমৃত মলিক ও অনাগত সন্তানকে তার পরিবার ভরণ পোষণ করবে এবং যাবতীয় পাওনা বুঝিয়ে দেবে। তার মৃত্যুর জন্য তার ৩ ভাই দায়ী। গতকাল শুক্রবার সকালে অমৃত মলিক বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলা করেন। এ ব্যাপারে এসআই কৃষ্ণ মোহন দেব জানান, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং রিমান্ডে এনে আটককৃত মনোরঞ্জনকে জিজ্ঞাসা করা হবে।