Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিডিয়া কাপ প্রীতি ক্রিকেট ম্যাচে জুনিয়র একাদ্বশ জয়ী

স্টাফ রিপোর্টার \ শানসাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পৃষ্টপোষকতায় হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলায় কর্মরত সাংবাদিকদের দুই ভাগে বিভক্ত হয়ে সিনিয়র একাদ্বশ ও জুনিয়র একাদ্বশ নামে দুই টিমের খেলা অনুষ্টিত হয়। প্রথমে টস জিতে সিনিয়র একাদ্বশ নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন সিনিয়র একাদ্বশের অধিনায়ক রাসেল চৌধুরী, দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্বয়ন ১০ ও আজহারুল ইসলাম মুরাদ ৮ রান করেন। জুনিয়র একাদ্বশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অধিনায়ক এম সজলু, তিনটি উইকেট লাভ করেন সহ-অধিনায়ক জাকারিয়া চৌধুরী। ১১৩ রানের জয়ের লক্ষ নিয়ে জুনিয়র একাদ্বশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়লেও জুনিয়র একাদ্বশের ওপেনার সুয়েব ঠাকুর ও অধিনায়ক সজলুর ৭০ রানের জুটি গড়ে তা কিছু প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় পর পর ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে জুনিয়র একাদ্বশ। পরে জুনিয়র একাদ্বশের মিটল অর্ডার ব্যাটসম্যান জিএম দুদুর দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। জুনিয়র একাদ্বশের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সুয়েব ঠাকুর ও দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন দলীয় অধিনায়ক। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক এম সাজিদুর রহমান, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের মিডিয়া এডভাইজার সাংবাদিক দিদার এলাহী সাজু প্রমুখ। সিনিয়র একাদ্বশের পক্ষে খেলায় অংশ গ্রহন করেন, অধিনায়ক রাসেল চৌধুরী, সহ-অধিনায়ক জিয়া উদ্দিন দুলাল, নুরুল হক কবির, মোঃ ছানু মিয়া, দিদার এলাহী সাজু, আব্দুর রউফ সেলিম, আজহারুল ইসলাম মুরাদ, স্বয়ন, রাজু, নোমান, কামাল। জুনিয়র একাদ্বশের পক্ষে খেলায় অংশ গ্রহন করেন, অধিনায়ক এম সজলু, সহ-অধিনায়ক জাকারিয়া চৌধুরী, এনামুল হক সায়েম, কাজল সরকার, সহিবুর রহমান, সুয়েব ঠাকুর, সোহাগ, হাসান, দুদু, আলমগীর, বিক্রম দাস।