Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শিশু অপহরন ও মুক্তিপন দাবীর অভিযোগে \ দুই গ্রামীণ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুর প্রতিনিধি \ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মাধবপুর উপজেলার খোশনাহার বেগম এর শিশু পুত্র আবু ইউসুফ (৭) কে অপহরন ও মুক্তিপন দাবীর অভিযোগে হবিগঞ্জের দুই গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ নভেম্বর মামলাটি দায়ের করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংকে চাকুরির সুবাদে প্রায় দুই বছর পূর্বে মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামের খোশনাহার বেগম এর গ্রামীণ ব্যাংক পৈল শাখায় পরিচয় হয় ওই ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক নরসিংদী জেলার একদরিয়া ইউনিয়নের উত্তর নোয়াদিয়া গ্রামের ইকবাল হোসেন ফকিরের মেয়ে লিজা আক্তার (২৫) এর সাথে। লিজা বর্তমানে গ্রামীণব্যাংক গোপাইয়া শাখায় কর্মরত। এর পর তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠে। লিজা তার চাচাত ভাই পৈল গ্রামীন ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, বোন হিরা আক্তার, ভাই ঈমন মিয়া সহ ৫ জন ২১ নভেম্বর খোশনাহার বেগম এর গ্রামের বাড়িতে বেড়াতে যায়। রাতে খোশনাহার বেগম এর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে লিজা ও তার সঙ্গীয় লোকজন খোশনাহার বেগম এর শিশু পুত্র আবু ইউসুফ (৭) কে অপহরন করে নিয়ে পালিয়ে যায়। পরে লিজার মোবাইল ফোনে খোশনাহার বেগম যোগাযোগ করলে লিজার ভাই ঈমন মিয়ার নিকট আবু ইউসুফকে ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুুক্তিপণ দাবী করে। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য অভিযোগটি মাধবপুর থানায় প্রেরনের আদেশ দেয়া হয়েছে।