Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ইকনোমিক জোনের কাজ দ্রুত শুরু হবে-পবন চৌধুরী

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চানপুর চা বাগানের অব্যবহৃত জমিকে লীজের শর্ত বহির্ভুতভাবে ব্যবহার করায় লীজ বাতিল করে ৫১১ একর জমি বেজার কাছে হস্তান্তর করার পর কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে চলছে সীমানা নির্ধারনের কাজ। ১৫ দিনের মধ্যে এ কাজ শেষ হবে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ লাইনেরও সার্ভে কাজ চলছে।
শনিবার বিকেলে সরজমিনে সীমানা নির্ধারনের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ২০১৬ সালের আগস্ট মাস থেকে হবিগঞ্জ ইকনোমিক জোনের মূল কাজ শুরু হবে। এর আগে ভূমি উন্নয়নের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।
পবন চৌধুরী পরে উপজেলা পরিষদে ইকনোমিক জোন সংলগ্ন ক্ষতিগ্রস্থ চা বাগানের শ্রমিকদের মধ্য ৫ শিক্ষার্থী ও ২১ চাকুরী প্রার্থীর স্বাক্ষাৎকার গ্রহণ করেন। এর মধ্যে এক শিক্ষার্থীকে প্রতি বছর ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে এবং চাকুরী প্রার্থীদের মাঝে ৫ জনকে বেজায় চাকুরী প্রদান করা হবে।
শনিবার পরিদর্শনকালে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকন উদ্দিন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির, সহকারি কমিশনার তন্ময় ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার উপস্থিত ছিলেন।