Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশ এখন বিদ্যুত ও জ্বালানিতে সয়ংসম্পূর্ণ-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ এখন বিদ্যুত ও জ্বালানিতে সয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিটি শহরে বিদ্যুতের সমস্যা সমাধান করেছে। এখন লোড শেডিং নেই বললেই চলে। অল্পদিনের মধ্যেই শেখ হাসিনার সরকার লোড শেডিং নামক শব্দটির সাথে জনগণকে অপরিচিত করে ফেলবে। গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ইউনিয়নের ভাদিকারা ও কাটিয়ারা গ্রামের অবশিষ্ট অংশে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বামৈ ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজের সভাপতিত্বে ও ফরিদ মেম্বারের পরিচালনায় বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল­ী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, পল­ী বিদ্যুত সমিতি লাখাই উপজেলা পরিচালক মাস্টার এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির চৌধুরী মলিন, কৃষক লীগ সভাপতি শাহ্ রেজা উদ্দিন দুলদুল, রায়হান মেম্বার, ডাঃ ওয়াদুদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল­া ও সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ, আওয়ামী লীগ নেতা মাসুক তালুকদার, ওমর ফারুক সর্দার, ফারুক আহমেদ, যুবলীগের সভাপতি এনামূল হক মামুন, সাধারণ সম্পাদক একরামুল মজিদ চৌধুরী শাকিল, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল­া, স্থানীয় মুরুব্বী আলী নেওয়াজ চৌধুরী, খোকন চৌধুরী, সামছুল আলম চৌধুরী, সাকাউর রহমান খান, প্রমুখ।
উলে­খ্য, হবিগঞ্জ পল­ী বিদ্যুত সমিতির উদ্যোগে ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার লাইন স্থাপন করে ৩২০টি পরিবারকে সংযোগ প্রদান করা হয়।