Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে আবেদনে যা বলা হয়েছে

এ্সপ্রেস ডেস্ক \ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দন্ড কার্যকরের প্রায় কাছাকাছি। এ অবস্থায় তার পুনর্বিচারের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে তার পরিবার। গতকাল শনিবার সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর পক্ষ থেকে একটি আবেদনপত্র লেখা হয় রাষ্ট্রপতির কাছে। আবেদনপত্রের শুরুতেই রাষ্ট্রপতিকে সালাম জানানো হয়।
এরপর আবেদনপত্রে লেখা হয়, ‘আমার স্বামী, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আসন্ন মৃত্যুদন্ডের মুখোমুখি হতে যাচ্ছেন। তার মামলার বিষয়ে ইতিমধ্যে তার দল তাদের অবস্থান ব্যক্ত করেছে। তার সাথে কথা বলার সময় তিনি যে কথাগুলো বলেছেন তা আপনাকে জানাতেই আমি এ আবেদনটি দাখিল করছি। আমার স্বামী তার পক্ষ থেকে আবেদনটি দাখিল করতে আমাকে বলেছেন।’
আবেদনে বলা হয়, ‘আইসিটির অধীনে মামলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত নির্মম ঘটনাগুলো বিচারের আওতায় আনার জন্য তারা সরকারকে ধন্যবাদ জানান। তবে পরবর্তীতে মনে হয়েছে, বিচারটিতে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং এটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।’
আবেদনে আরও বলা হয়, ‘মামলার কার্যক্রমকে সরসরি সমালোচনার পরিবর্তে আমার স্বামী আমাকে মামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তিগুলো তুলে ধরার জন্য বলেছেন।’
এরপর মামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন আপত্তি তুলে ধরা হয়। এসব আপত্তির মধ্যে ছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে লেখা মার্কিন সিনেটর ও সাবেক রাষ্ট্রপতি প্রার্থী জন ম্যাককেইনের চিঠি। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লইলের সমালোচনা এবং আইসিটি বিষয়ে দেশটির মানবাধিকার সংস্থার আপত্তি।
এছাড়াও তুলে ধরা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন।
আবেদনের শেষে লেখা হয়, আমার স্বামী আপনাকে মনে করিয়ে দিতে চান, আপনি বাংলাদেশের সংবিধানের অভিভাবক। ৩ দশক ধরে সংসদে তিনি আপনার সহকর্মী ছিলেন। তিনি আশা করেন, আপনি তার ব্যাপারে একচোখা হবেন না।’
চিঠির শেষে ছিল ফারহাত কাদের চৌধুরীর নাম এবং স্বাক্ষর ছিল।