Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিকেএসপির খেলোয়াড় বাছাই ৪ শতাধিক ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির উদ্যোগে খেলোয়াড় বাছাই করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে  অনুর্ধ ৮ হতে অনুর্ধ ১৪ বছরের ৪শতাধিক  ছেলে মেয়ে এই বাছাই কার্যক্রমে অংশ গ্রহন করে।
বাছাই কার্যক্রম কর্মসুচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদারসহ বিকেএসপির প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে যে সকল ইভেন্টে খেলোয়াড় বাছাই করা হয় সেগুলো হল, আর্চারী, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, সাঁতার, টেনিস ও শুটিং। বিকেএসপির ৮জন প্রশিক্ষক এই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। বাছাইকৃত খেলোয়ড়াদেরকে বুনিয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। যারা প্রশিক্ষণে ভাল করবেন তাদেরকে বিকেএসপিতে ভর্তি করা হবে।