Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সংবর্ধনা অনুষ্ঠানে কেয়া চৌধুরী এমপি \ নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে

বাহুবল প্রতিনিধি \ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের মতো নেতিবাচক বিষয় থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি সুশিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম তৈরি করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন চান। ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। তারই আদর্শের একজন সৈনিক হিসেবে আমি তার দেয়া উপহারগুলো জনগণের হাতে তোলে দেয়ার চেষ্টা করছি। এগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি গতকাল শনিবার বেলা ১১টায় বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী মায়া’র সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিংকু দাস ও সজিবুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, বাগান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ডাঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার আলী, বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শওকত আলী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজগর আলী, ওয়ার্ড মেম্বার ফরিদ মিয়া, সাবেক সভাপতি বাচ্চু মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অমিরণ দেব, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য। মানপত্র পাঠ করে শিশু শিক্ষার্থী সৈয়দা সাদিয়া আহমেদ এনি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মাহমুদা খাতুন ও গীতা পাঠ করে স্বর্ণা পাল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে বিদায় সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। চলতি সনে উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কেয়া চৌধুরী এমপি শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তোলে দেন।