Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শীঘ্রই কাজ শুরু হচ্ছে নাজমুল হাসান জাহেদ একাডেমী

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নারী শিক্ষার প্রসার ঘটাতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ’র ব্যক্তিগত উদ্যোগে ও হাসান মঞ্জিল এর সহযোগিতায় নাজমুল হাসান জাহেদ একাডেমী নামে মেয়েদের উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গতকাল বাংলাদেশ এর অন্যতম প্রকৌশলী মাজহারুল ইসলামকে সাথে নিয়ে বিদ্যালয় তৈরীর জমি পরিদর্শন করেছেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এ সময় স্যার ফজলে হাসান আবেদ এর সাথে উপস্থিত ছিলেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন, আলতামাস হাসান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদে, সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক তপন কুমার বিশ্বাস, ব্র্যাক বানিয়াচঙ্গের ইউডিসি মোঃ মহসিন উদ্দিন, উর্ধ্বতন প্রকৌশলী মোঃ হামিদুর রহমান, মাহফুজ হোসেন, এলাকা উন্নয়ন সমন্বয়কারী ফকরুল আলম ভূইয়া, বিইপি সেক্টর স্পেশালিস্ট মোস্তফা কবির, ছাদিকুর রহমান প্রমূখ। খুব শীঘ্রই নাজমুল হাসান জাহেদ একাডেমীর ভবনের কাজ শুরু হবে, বিদ্যালয়টি তৈরী হলে এলাকার নারী শিক্ষার প্রসারে অন্যতম ভূমিকা রাখবে, সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বিদ্যলায়টি তৈরী করা হবে বলেও জানানো হয়।