Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবস্থার পরিবর্তন হলেই ফেসবুক, ভাইভার হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে

এক্সপ্রেস ডেস্ক ॥ অবস্থার পরিবর্তন হলেই ফেসবুক, ভাইভার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই যে ধরনের ঘটনা ঘটছে। তাতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের এ পদক্ষেপ অতিসামান্য। তবে বর্তমান অবস্থার পরিবর্তন হলে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দিব।
উল্লেখ্য, বুধবার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পর দুপুর থেকে এই সেবাগুলো বন্ধে কঠোর নির্দেশনা ছিল সরকারের।