Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধ

এক্সপ্রেস ডেস্ক \ সামাজিক যোগাযোগের চারটি মাধ্যমকে বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এগুলো হলো : ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। গতকাল বুধবার বিটিআরসি এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
এদিকে, বিটিআরসির এই নির্দেশনা প্রকাশ হবার পর থেকেই ফেসবুক গ্রহকরা তাদের একাউন্টে ঢুকতে পারছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার বেলা ১টার পর থেকে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না এগুলোর ব্যবহারকারিরা। একই সঙ্গে ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরাও এই অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না।
পাশাপাশি ঠিক একই সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে সারা দেশে ১ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে ইন্টারনেট সংযোগ। এতে চরম বিপাকে পড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা।