Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে-আব্দুর রউফ

মাধবপুর প্রতিনিধি \ স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপপরিচালক মোঃ আব্দুর রউফ বলেছেন সঠিক কর্ম পরিকল্পনা প্রনয়ন ও সততা ও নিষ্টার সাথে বাস্তবায়নের মাধ্যমেই সমাজ ও দেশের উন্নয়ন করা সম্ভব। সকল প্রকার উন্নয়নের সাথে যত বেশী জনসাধারনকে সম্পৃক্ত করা যাবে কাজটি সম্পূর্ন করতে ততই সহজ হবে। তাই আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালনের মাধ্যমেই শিশু শ্রম, নারী নির্যাতন ও বাল্য বিবাহ দূর করতে হবে। তিনি গতকাল বুধবার সকালে মাধবপুরে স্থানীয় সক্ষমতাবৃদ্ধি ও কমিউনিটি’র ক্ষমতায়ন কর্মসূচি’র আওতায় ৩দিন ব্যাপি অংশগ্রহন মূলক উর্ধ্বমূখী পরিকল্পনা বিষয়ক কর্মশালায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আন্দিউড়া ইউ/পি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, বুল­া ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, এলসিবিসিই জেলা কর্মকর্তা বিশ্বজিত দত্ত, উপজেলা সম্বনয়ক হারুন অর রশিদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির বিধান চন্দ্র ধর প্রমূখ। পরে তিনি আন্দিউড়া উম্মেতুন নেছা উচ্চ বিদ্যালয় এবং মিরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।