Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র \ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, নবীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডসহ শহরে ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে এবং বিপুল পরিমান কাজ অব্যাহত রয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য পৌরবাসীর প্রতি আহŸান জানান।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ২নং ওয়ার্ডের রাজনগর গ্রামের আব্দুস ছুবানের বাড়ি পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে এক সুধী সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, লোকমান আহমেদ খান, আব্দুস ছুবান, আবুল কালাম আজাদ, ঠিকাদার গৌরাঙ্গ রাউত, নাজাতুর রহমান দুলু ও কার্যসহকারী মুছা আহমদ প্রমূখ। এছাড়া গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার ছালামতপুর কবরস্থানের সীমানা দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর রুহুল আমীন রফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবি চন্দ্র পাল রবি, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, ঠিকাদার লোকমান খানঁ, ছাত্রলীগ নেতা জায়েদ চৌধুরী প্রমূখ।