Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কিবরিয়া হত্যাকান্ড \ আসামী হাজির না হওয়ায় বিস্ফোরক মামলার আমল গ্রহণ হয়নি

স্টাফ রিপোর্টার \ ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার আমল গ্রহণ হয়নি। মঙ্গলবার ধার্য্যকৃত তারিখে কারাগারে থাকা ১৫ আসামীকে আদালতে হাজির করতে না পারায় আমল গ্রহণ না করে ৫ জানুয়ারী পরবর্তি তারিখ নির্ধারন করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল­াহ।
মামলার ১ম চার্জশীটভুক্ত ৮ আসামী সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম, জয়নাল আবেদিন জালাল, জমির আলী, জয়নাল আবেদিন মমিন, তাজুল ইসলাম, সাহেদ আলী, সেলিম আহমেদ এবং আয়েত আলী আদালতে উপস্থিত হয়ে হাইকোর্ট থেকে পাওয়া জামিনের শর্তে নতুন করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আতাব উল­াহ জামিন মঞ্জুর করেন।
একই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। বিস্ফোরক মামলাটি বিচারের জন্য হবিগঞ্জের দায়রা জজ আদালতে ১৩ নভেম্বর প্রেরণ করা হয়।
এ ব্যাপারে পিপি এম আকবর হোসেন জিতু জানান, বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যাকান্ডের স্বাক্ষ্য গ্রহণের তারিখ থাকায় মঙ্গলবার আসামীদেরকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই নতুন করে আমল গ্রহণের তারিখ নির্ধারন করা হয়েছে।
বিস্ফোরক মামলার চার্জশীটে ৩২ জনকে আসামী করা হয়। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাময়িক বরখাস্তত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার সাময়িক বরখাস্ত মেয়র আলহাজ্ব জিকে গউছসহ ১৫জন কারাগারে, ৮ জন জামিনে, ৯ জন পলাতক রয়েছেন।
বিস্ফোরক মামলায় এটি ৩য় চার্জশীট। এর পূর্বে ১ম চার্জশীটে ১০ জন এবং ২য় চার্জশীটে ২৬ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়। ৩য় চার্জশীটে মোট ৩৫ জনকে আসামী করা হয়েছে। ১ম চার্জশীটের ১০ জনের মধ্যে ৮ জন জামিনে। দুই আসামী কাজল আহমেদ ও মহিবুর রহমান ২০০৫ সাল থেকেই পলাতক। তাদেরকে ১০ বছরেও গ্রেফতার করা যায়নি।
আদালত সূত্র জানায়, গত ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মেহেরুন্নেছা পারুল কিবরিয়া হত্যকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কারাগারে থাকা আসামীদেরকে বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেন। এ প্রেক্ষিতে গত ১ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও আলহাজ্ব জি কে গউছসহ কারাগারে থাকা সকল আসামীকে শ্যোন এ্যারেস্ট দেখানোর আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা সম্পূরক চার্জশীট তৈরি করে গত ১০ আগস্ট সবার অগোচরে তা দাখিল করেন। এর আগে কিবরিয়া হত্যাকান্ডের সম্পূরক চার্জশীটও তিনি সবার অগোচরে দাখিল করেছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদ পরবর্তি জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। হত্যা মামলার বিচারের কাজ সিলেটের দ্রুত বিচার আদালতে শুরু হয়েছে।