Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট কর্মীরা দুর্যোগে মানুষের বড় সহায়-সেলিম

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম বলেছেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত কর্মীরা জনগনের বড় সহায় হিসেবে কাজ করে। তিনি প্রশিক্ষনার্থীদের পারিবারিক ও সামাজিক জীবনে এই প্রশিক্ষণ কাজে লাগানোর অনুরোধ করেন। গতকাল হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের রেডক্রস/রেডক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্টানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব এর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদুর রহমান মনির এবং বিশেষ অতিথি হিসেবে ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী। ইউনিট কর্মকর্তা সহ প্রশিক্ষণ বিভাগের প্রধান আষীশ কুমার কুরি ও আজীবন সদস্য ইমতিয়াজ চৌধুরী তুহিন প্রশিক্ষক হিসেবে বিভিন্ন কলেজের ২৫ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করেন। সভায়  হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য দুলাল সুত্রধরের মাতা আশালতা সুত্রধরের পরলোক গমনে শোক প্রকাশ করা হয়।