Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ত্রিপুরা ছড়ার নদীর উপর নির্মিত ব্রীজটি মরণ ফাঁেদ পরিণত হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ ও নোয়াগাঁও গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ত্রিপুরাছড়া নদীর উপর নির্মিত ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ১ বছর আগে উপজেলা পরিষদের অর্থায়নে ৭লাখ ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক মাসের মধ্যেই ব্রীজের উভয় সাইটের মাটি ভেঙ্গে ব্রীজের দুই দিক দিয়ে আরো দুটি ছড়ার সৃষ্টি হয়েছে। এতে করে এলাকার ৫টি গ্রামের প্রায় ১০ সহস্রাধিক লোক যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রীজটির দুই দিক দিয়ে দুটি নড়বড়ে বাঁেশর সাকু কোনো রকমে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। এর উপর দিয়েই অত্র এলাকার জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এপার ওপার যাতায়াত করছে। এখন অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম এর উদ্যোগে ব্রীজটি নির্মাণ করা হলেও তা জনসাধারণের চলাচলের অনুপযোগি। এলাকার বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক জাহের মিয়া ফকির ও আলহাজ্ব ফরাস উদ্দিন বাবু সহ কয়েকজন ব্যক্তি জানান ব্রীজটি নির্মাণ করায় জনগণ আশায় বুক বাধলেও বর্তমানে ব্রীজের উভয় পার্শ্ব সহ ৩টি ছড়ার সৃষ্টি হয়েছে। নির্মিত ব্রীজের উপর দিয়ে জনসাধারণ চলাচলের সাহস পাচ্ছে না। উভয় পার্শ্বে মাটি ভরাট না হলে এত টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অনুপযোগিই থেকে যাবে।