Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পৌর পানি সরবরাহ লৌহ দূরীকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে- এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ পৌর পানি সরবরাহ লৌহ দূরীকরণ প্রকল্প কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের প্যানেল স্পীকার এডঃ মোঃ আবু জাহির। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ পৌর এলাকার শ্মশানঘাট রোড এলাকায় ওই প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সিডিসি ক্লাষ্টার সেন্টারে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডঃ মোঃ আবু জাহির। তার বক্তব্যে বলেন ৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌর এলাকায় লৌহ দুরীকরন প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৩০ বছর হবিগঞ্জ শহরবাসীর পানির চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি নির্দিষ্ট সময়ের ভিতর দ্রুততার সাথে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী তার সুচনা বক্তব্যে বলেন এ লৌহদুরীকরন প্রকল্প আরো আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারনে তা বিলম্ব হয়। তিনি বলেন সংসদ সদস্য এডঃ আবু জাহিরের প্রচেষ্টায় সকল জটিলতার অবসান হওয়ায় এ প্রকল্প-কাজ শুরু করা সম্ভব হয়েছে। ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো বক্তব্য, রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন। সভা পরিচালনা করেন পৌরসভার কাউন্সিলর দিলীপ দাস। সভায় জানানো হয় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হবিগঞ্জে হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। ৫৩ শতক জমির উপর নির্মিতব্য এ প্রকল্প বাস্তবায়ন হলে এ থেকে প্রতি ঘন্টায় ৩’শ ৫০ ঘন লিটার লৌহমুক্ত পানি উৎপন্ন হবে। হবিগঞ্জ পৌরসভার পানিসরবরাহ লৌহ দুরীকরন প্রকল্প কালীবাড়ি ও বেবীষ্ট্যান্ড এলাকার পর এটি তৃতীয়।