Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকায় মেয়র প্রার্থী মিজানের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার জন্য দুর্ভোগের সীমা থাকে না হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকার জনগনের। আর যখন ঘরের ভিতর পানি প্রবেশ করে জনসাধারনকে মানবেতর জীবন যাপন করতে হয় তখন পরিদর্শন আর আশ্বাসের মধ্যেই সময় পার হয়। প্রতি বছরই একই দৃশ্য দেখে জনগন অভ্যস্থ হয়ে পড়েছেন। তবে তারা অপেক্ষার প্রহর গুনছিলেন পৌর নির্বাচনের। যোগ্য প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই দাবীটি উপস্থাপন করার। তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক মিজানুর রহমান মিজানের মাধ্যমে তারা এই প্রত্যাশা পূরণ করতে চান। তাই এলাকার মুরুব্বি আর যুবকরা মিজানুর রহমান মিজানকে সর্মন ব্যক্ত করেছেন।
গতকাল রাতে গোসাইপুরে এক মতবিনিময় সভায় এই সমর্থন জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত মুরুব্বী আর যুবকরা বলেন, এবারের নির্বাচনে কোন ভয়ভিতি দেখিয়ে বা কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার চিন্তা করে লাভ নেই। কারন মিডিয়া ও জনগন এখন অনেক স্বোচ্ছার।
মিজানুর রহমান মিজান বলেন, জনপ্রতিনিধি হিসাবে সমস্যা সমাধানের অভিজ্ঞতা আমার রয়েছে। তাই জলাবদ্ধতা নিরসনসহ নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকার সকল সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করব। বিশিষ্ট মুরুব্বী এস এম শওকত উসমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার আকবর হোসেন, হাজী মফিজ উল্লাহ, হাজী হিরা মিয়া, হাজী তারা মিয়া, মোয়াজ্জিন খালেদ সাইফুল্লাহ, সিরাজ আলী, রফিক মিয়া, আব্দুর রফিক, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, রুহেল খান চৌধুরী, এনামুল হক এনাম, শাওন আল হাসান, শাহরিয়ার শুভ, নাছির জাহান, জহির মিয়া ও ফজল মিয়া প্রমূখ। পরে মোনাজাত পরিচালনা করেন গোসাইপুর জামে মসজিদের ইমাম মাওঃ সেলিম আহমেদ।