Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জেডিসি পরীক্ষা চলাকালে হল সুপারের মেয়েকে অংক না দেখানোয় ছাত্রীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে হল সুপারের মেয়েকে জেডিসি পরীক্ষায় খাতা না দেখানোর অপরাধে এক মেধাবী ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন সুপার ছিদ্দিকুর রহমান। আহত অবস্থায় ওই ছাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত বিলকিছ উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের ইয়াকুব আলী’র মেয়ে এবং পৌর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী।
আহত ছাত্রী বিলকিছ আক্তার জানান- সে এবং পৌর দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমানের মেয়ে তানজিনা আক্তার একই ক্লাসের ছাত্রী। তাদের জেডিসি পরীক্ষা কেন্দ্র ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসায়। পরীক্ষা চলাকালীন সময়ে প্রায়ই ওই সুপার তার মেয়েকে খাতা দেখানোর কথা বলে। শনিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে হল সুপারের মেয়ে তানজিনা বিলকিসের কাছে একটি অংক দেখতে চায়। সে না দেখানোয় তানজিনা তার পিতা হল সুপার ছিদ্দিকুর রহমানের কাছে বিচার দেয়। ক্ষুব্ধ হয়ে হল সুপার ছিদ্দিকুর রহমান পরীক্ষার হলে এসে বিলকিছকে মারধোর করতে থাকে। এ সময় অন্যান্য শিক্ষকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ব্যাপারে বিলকিসের বাবা ইয়াকুব আলী জানান, আমার মেয়েকে বিনা অপরাধে সুপার মারধোর করে আহত করেছে। আমি এর বিচার চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। বিষয়টি খোজ নিয়ে দেখছি। মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওই ছাত্রীটি আমার সাথে বেয়াদবি করেছে তাই তাকে দু’টি থাপ্পর দিয়েছি।