Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্তে মাদকের হাট ধরা ছোয়ার বাইরে গডফাদাররা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মাদক সম্রাটরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। ধ্বংসের পথে এলাকার যুব সমাজ। প্রশাসনের উর্ধ্বতন কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। মাদক ব্যবসা করে অনেকে আঙ্গলু ফুলে কলা গাছ হয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে চোরাগুপ্তা ভাবে নিয়ে আসা এসব মাদক আসামপাড়া থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বাহুবল, শ্রীমঙ্গল সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু পুলিশ মাদক সম্রাটদের গ্রেফতার করার পরও তারা আইনের ফাঁক ফোকড় দিয়ে বেরিয়ে আসে। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার বেপরোয়া হয়ে জমজমাট মাদক ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ওই মাদকের ব্যবসা চলে। বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাইক্রোবাস, সিএনজি, লাইটেস, মোটর সাইকেল যোগে এখানে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার কিছু প্রভাবশালী নেতা আইন শৃংখলা বাহিনীকে ম্যানেজ করে প্রতিদিন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।