Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের মতবিনিময়কালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ॥ ২ মাসের মধ্যে হবিগঞ্জ শহরকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন আগামী ২ মাসের মধ্যে হবিগঞ্জ শহরকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে। এতে শহরে যে কোন অপরাধ সংগঠিত করে কেউ পার পাবে না। তিনি বলেন, পুলিশের উপস্থিতি ছাড়া কোন এলাকা অপরাধ মুক্ত থাকলে সে সমাজকে বলা যায় সুশৃংখল সমাজ। কিন্তু আমাদের দেশে সে পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে লেগে থাকতে হবে। যার যার অবস্থান থেকে সকলকে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ প্রত্যেকে নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে। নতুবা সমাজ উন্নয়ন সম্ভব নয়।
হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং এর মহা সমাবেশে আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম এর আগমনোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময়কালে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং এর মহা সমাবেশে সফল করায় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। তিনি বলেন, হবিগঞ্জ থেকে দাঙ্গাহাঙ্গামা নিরসনের চেষ্ঠা চালিয়ে যাবেন। তিনি বলেন, জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তালিকা তৈরি করে তাদেরকে কাজে লাগানো হবে।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিষ্ট এসাসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, আজকের হবিগঞ্জের বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সাজেদুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির, সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, ডিবির ওসি মোক্তাদির হোসেন, ডিআইও-১ মোঃ শাহ গোলাম মোর্তুজা, সাংবাদিকদের মধ্যে মানবকণ্ঠের পাবেল খান চৌধুরী, মোহনা টিভির মোঃ ছানু মিয়া, দৈনিক খোয়াইর এসকে সাগর, প্রতিদিনের বাণীর আব্দুল্লাহ আল মামুন, এম এ হাকিম, প্রতিদিনের বাণীর জুয়েল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার এম সজলু মিয়া, দৈনিক এক্সপ্রেস এর এমএআই সজিব, এম এ আজিজ সেলিম, আজকের হবিগঞ্জের এনামুল হক সায়েম, দৈনিক সমাচারের জাকারিয়া চৌধুরী, দৈনিক সমাচারের নিরঞ্জন গোস্বামী শুভ, এম এ কাদির প্রমুখ।