Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব। পরিচালনা করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শায়েস্তাগঞ্জ আমার আরও একটি বাড়ী, শায়েস্তাগঞ্জবাসী যেমন আমাকে ভালবাসে আমিও তাদেরকে ভালবাসি। আমার অগ্রগতির পিছনে শায়েস্তাগঞ্জবাসীর অনুপ্রেরণা সবচেয়ে বেশী পেয়েছি।” জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হওয়ার পর প্রথম কাজ হিসেবে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কার কাজের উদ্ধোধন করতে পেরে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং শায়েস্তাগঞ্জবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য সার্বিক সহযোগীতা সবসময় অব্যাহত থাকবে বলেও আশ^াস প্রদান করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ হুমায়ূন কবীর সৈকত, সহকারী অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ প্রমূখ। এর আগে প্রধান অতিথি প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়ন কাজের নাম ফলকের উদ্বোধন করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, বুলবুল খাঁন, ফজল উদ্দিন তালুকদার, মাসুদুর রহমান বাবু, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, শাহ জয়নাল আবেদীন রাসেল, মোঃ আব্দুল মুকিত, আছকির মিয়া, সুজন চৌধুরী, জিতু মিয়া লষ্কর, গাজিউর রহমান ইমরান, ফখরুল হামিদ, করিম হোসেন সেলিম, আহমদ আলী বিলাল, সাখাওয়াত হোসেন টিটু, করাঙ্গীনিউজ বার্তা সম্পাদক কামরুল হাসান, আলা উদ্দিন আল আজাদ, জামাল আহমেদ রাজ, নওরোজুল ইসলাম চৌধুরী, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আব্দুর হক রেনু, মিজানুর রহমান সুমন, রামেন্দ্র কিশোর মিত্র, সৈয়দ এম আর মাসুক ভান্ডারি, এম শামিম চৌধুরী, মহিবুর রহমান প্রমূখ।