Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ পালিত হচেছ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো আজ হবিগঞ্জে পালিত হচেছ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। হবিগঞ্জ পৌরসভায় এ দিবসে ৯ টি ওয়ার্ডের ৩৯ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে এক বছরের নীচে সকল শিশুকে নীল বর্ণের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের সকল শিশুদের লাল বর্ণের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসুচীর আওতায় ৭ হাজার শিশু ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করবে। কর্মসূচী সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত পরিচালিত হবে। পৌর এলাকার ৬ মাস হতে ৫ বছর পর্যন্ত শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাকদের প্রতি আহবান জানিয়েছে পৌরকর্তৃপক্ষ। উল্লেখ্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব রোধ করে, অপুষ্টি থেকে রক্ষা করে, শিশুমৃত্যুর ঝুকি কমায়, ডায়রিয়া প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করে। এছাড়াও এটি শিশুদের নানা রোগ প্রতিরোধ করে।