Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সৃজনশীল প্রশ্নের ধারনা মূল্যায়ন ও কৌশল প্রশিক্ষণ সমাপ্ত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা ভিত্তিক সৃজনশীল প্রশ্নের ধারনা, মূল্যায়ন ও কৌশল বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনীতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকালে বানিয়াচঙ্গ সদর চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ রিসোর্স সেন্টারে সমাপনী সভায় সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান পর্যবেক্ষক ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ এর পরিচালনা প্রশিক্ষণলব্দ অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন প্রশিক্ষনার্থী শিক্ষক ছানা বেগম আখঞ্জী, আইভী দাস, মুকুল আক্তার, ঝুমা রানী দাশ, লাইজু বেগম, পপি আক্তার, মহামায়া দেবী, জ্যোতি দাশ, রীতা রানী শীল, রিপা আক্তার, ঝরনা খানম, সুমিত্রা দাস, শ্যামল দাশ গুপ্ত, আব্দুর রউফ খান, মন্টু রঞ্জন দাস, সুনীল চন্দ্র দাস, বন্ধু কমল রায়, অনল বিজয় ভট্টাচার্য, মুন্না পারভীন সিদ্দিকা, কৃষ্ণচরন দাস, কামরুন্নাহার, জোবায়দা আক্তার, দিপালী রানী দাস, রীতা রানী দাস প্রমুখ।