Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাট্যজন সম্মাননা ও নাট্যমঞ্চস্থ এর মাধ্যমে জীবন সংকেতএর বর্ষপূর্তী পালন

বরুন সিকদার ॥ নাট্যজন সম্মাননা ও নাট্যমঞ্চস্থ এর মাধ্যমে  প্রতিশ্র“তিশীল নাট্য সংগঠন জীবন সংকেতএর ২৭তম বর্ষপূর্তী পালন করেছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুমা মোদক রচিত ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক জ্যোতিসংহিতা মঞ্চস্থ হয়। এর আগে জীবন সংকেত নাট্যগোষ্ঠী এর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচানা সভা শেষে লোক গবেষক ও সাংস্কৃতি সংগঠক মরহুম তরফদার মুহাম্মদ ইসমাইলের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরক্ত জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, গ্র“প থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রাবন্ধিক এম এ রব, জাহানারা আফসর ছাড়াও আরো অনেকে। পরে সিলেট বিভাগের বিভাগের ১৩জন মঞ্চ নাট্যনির্মাতাকে ক্রেষ্ট ও সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফমেন্স স্টাডিজ এর সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তী, সিলেট এর কথাকলি সংগঠনের পক্ষে আমিরুল ইসলাম বাবু, শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর জিতু আহমেদ মাখন, শায়েস্তাগঞ্জ থিয়েটারের জালাল উদ্দিন রুমি, সুন্দরমের সাধারন সম্পাদক ইয়াছিন খা, চুনারুঘাট প্রতীক থিয়েটারের সুনীল বিশ্বাস, সুনামগঞ্জ বন্ধন থিয়েটারের দেওয়ান গিয়াস চৌধুরী, শ্রীমঙ্গল প্রান্তিক থিয়েটারের নীহারেন্দু কর, সিলেট নাট্যলোক এর আমিনুর রহমান, সিলেট নাট্যমঞ্চের রজত কান্তি গুপ্ত, মৌলভীবাজার মনিপুর থিয়েটারের শুভাশিষ সিনহা ও জ্যোতি সিনহা।
জ্যোতিসংহিতা নাটকটিতে মুক্তিযুদ্ধের সময়কার ভাটি এলাকার বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির বীরত্বগাঁথা দিক ফুটিয়ে তোলা হয়। বর্ননা ও সংলাপের মিশ্রনে গড়ে ওঠা নাট্যদেহের অভিব্যক্তিতে ভাটি-বাংলার বিভিন্ন দিক ফুটে উঠে।