Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নালুয়া চা বাগানে আন্তঃচা বাগান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন ॥ নালুয়াকে ৩-২ গোলে হারিয়ে নোয়াপাড়ার জয়লাভ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে আন্তঃচা বাগান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নালুয়া চা বাগান মাঠে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন নালুয়া চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় নোয়াপাড়া চা বাগান একাদশ মুখোমুখী হয় নালুয়া পত্রকুড়ি কাব দলের। খেলা গোল শুণ্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে ৩-২ গোলে নোয়াপাড়া চা বাগান একাদশ জয়লাভ করে।  এ উপলক্ষ্যে নালুয়া চা বাগান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর তালুকদারের সভাপতিত্বে এক উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন নালুয়া চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, বাংলাদেশ চা জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লাতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান আজাদ ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনাম চৌধুরী। সভায় বক্তারা বলেন, চা শ্রমিকদের বিনোদন ও শরীর-মন গঠনে এ আয়োজন করা হয়। এদিকে এ খেলা দেখতে নালুয়া ছাড়াও আমু, চান্দপুর, চন্ডিছড়া, লস্করপুর চা বাগানের কয়েক হাজার নারী-পুরুষ খেলা উপভোগ করে।
উল্লেখ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে আন্তঃচা বাগান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে নালুয়া ও নোয়াপাড়া ছাড়াও আমু, সুরমা, চান্দপুর, সোনারুপা, চিমটিবিল, জগদিশপুর, দেউন্দিসহ ১৮টি চা বাগানের ১৮টি ফুটবল দল অংশ গ্রহণ করেছে।