Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টমটমের নাম্বার নিয়ে চলছে হবিগঞ্জ পৌরসভার কতিপয় কর্মচারীর ব্যাণিজ্য ম ॥ লাইনে দাড় করিয়ে পেছনের দরজা দিয়ে বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ টমটমে নাম্বার নিয়ে চলছে পৌর কর্মচারীদের বিভিন্ন ধরণের জালিয়াতি এমন অভিযোগ তুলছেন টমটম চালকরা।
সরজমিনে দেখা যায়, গতকাল পৌরসভায় লাইনে দাড়ানো চালকদের দাড় করিয়ে রেখে পিছন দিকের একটি দরজা দিয়ে কতিপর কিছু অসাধু পৌর কর্মকর্তা ও কর্মচারীরা মোটা অংকের টাকা দিয়ে টমটমে নাম্বার প্লেট বিক্রি করে দিচ্ছে। এমন সময় বিষয়টি কয়েকজন টমটম চালকের নজরে আসে। এক পর্যায়ে টমটম চালকরা বিষয়টি নিয়ে হট্রগোল শুরু করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় কয়েকজন চালক জানায়, আমরা রাত ৪টা থেকে লাইন ধরে বসে আছি আর ওই সব কর্মকর্তা-কর্মচারীরা লুকিয়ে অনেক চালকের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে অন্যান্যদের কাছে বিক্রি করে দিচ্ছে।
একটি সূত্র জানায়, ওই অসাধু কর্মচারীরা প্রায় প্রতিদিনই চালকদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে নাম্বার বিক্রি করে দিচ্ছে। মাত্র ২ হাজার টাকার সরকারী ফি’র স্থলে ৮ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আবার নাম্বার প্লেট লাগাতেও নিচ্ছে ৫০ থেকে ৬০ টাকা যা সম্পূর্ণ অবৈধ। এভাবে অবৈধ কর্মকান্ড চালিয়ে হবিগঞ্জ পৌরসভার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম এর সাথে ফোনে আলাপ যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।